আউশ ধান রক্ষার জন্য রোগ দমন ও পোকার আক্রমণ প্রতিরোধ করার উপায় । paddy protection.
শস্য রক্ষার জন্য রোগ দমন ও পোকার আক্রমণ প্রতিরোধ করার উপায় :
২। পােকার আক্রমণ প্রতিরােধ। paddy protection :-
শ্যামা পােকা, মাজরা পােকা ও গন্ধী পােকা বেশি দেখা দিলে আলাের ফাঁদ পেতে বা পােড়া মােবিলে ছেড়া কাপড় বা চট ভিজিয়ে রাতে জমিতে আগুন জ্বালিয়ে এসব পােকা-মাকড় মারবার ব্যবস্থা করা যেতেপারে।
গাছের বয়স ৩০-৩৫ দিনের বেশি হলেএবং জমিতে প্রয়ােজনের বেশি জল থাকলে দানাদার ওষুধের বদলে নিম্নলিখিত ওষুধের যেকোনাে একটি প্রয়ােগ করা যেতে পারে :-
প্রতি লিটার জলে,
(১) আধ মিলিমিটার ডিমেক্রন ৮৫ এস. এল. বা
(২) এক মিলিলিটার মেটাসিড ৫০ ই. সি. বা
(৩) দেড় মিলিলিটার একালিক্স ২৫ ই. সি. বা লিনডেন, অথবা
(৪) দুই মিলিলিটার থায়ােডন ৩৫ ই. সি.
(৫) তিন মিলিলিটার জোলােন বা
(৬) এক মিলিলিটার লেবাসিড ১০০ ই. সি. বা
(৭) আড়াই গ্রাম সেভিন ৫০ শতাংশ বা
(৮) চার গ্রাম বি. এইচ-সি ৫০ শতাংশ বা
(৯) এক মিলিলিটার ডর্সৰ্বান ২০ ই. সি.
ইত্যাদি জলে গুলে ধান গাছে স্প্রে করতে হবে। প্রতি একরে হাতে চালিত স্পেয়ারে ৬০০ লিটার ওষুধ গােলা জল লাগবে। গাছের বৃদ্ধি অনুসারে জল ওযুধ কম-বেশি লাগবে।। পামরী পােকা, চুঙ্গী, পাতামােড়া পােকা, লেদা পােকা, শীষকাটা লেদাপােকার আক্রমণ দেখা দিলে একর প্রতি ১০-১২ কে, জি, বি-এইচ সি ১০ শতাংশ বা সেভিন ১০ শতাংশ গুড়াে ওষুধ প্রতি লিটার জলে ৫ গ্রাম বি-এইচ-সি ৫০ শতাংশ জলে গুলে জমিতে ছিটিয়ে দিতে হবে।।পামারি পােকার আক্রমণ সাধারণত শ্রাবণের মাঝামাঝি থেকে আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত গরম আদ্র আবহাওয়ায় দেখা যায়। লেদাপােকার আক্রমণ শ্রাবণের মাঝামাঝি থেকে আশ্বিনের মাঝামাঝি সময় পর্যন্ত দেখা যায়, গেদাপােকা ওশীষকাটা গেদাপােকা দমনের জন্য প্রতি একর জমিতে ১০-১২ কে. জি বি-এইচ-সি ১০ শতাংশ ছাড়াও প্রতি লিটার জলে এক মিলিলিটার ম্যালাথিন ৫০ ই. সি. বা দুই গ্রাম সেভিন ৫০ শতাংশ বা আধ মিলিলিটার সুভান ১০০ ই. সি. বা পাঁচ গ্রাম বি-এইচ-সি ৫০ শতাংশ ওষুধ জলের সঙ্গে গুলে ধান গাছে ছিটতে হবে। মনে রাখবেন, বিকেলের দিকে এসব ওষুধ প্রয়ােগ করলে ভাল ফল পাওয়া যায়।
বাদামী শােষকপােকার আক্রমণ যেসব অঞ্চলে দেখা যায় সেখানে এদের দমনের জন্য প্রতি লিটার জলে আধ মিলিলিটার ডিমেক্রন বা দুই মিলিলিটার ম্যালাথিয়ন ৫০ ই.সি. বা এক মিলিলিটার নুভাক্রন ৪০ ই.সি. বা আড়াই গ্রাম সেভিন ৫০ শতাংশ জলে গুলে মাঝে মাঝে ধানগাছে ছিটাতে হবে।
আমাদের এই website-এ প্রবেশ করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধ্যন্যবাদ।আমরা এই ওয়েবসাইট -এর মাধ্যমে সমস্ত শাক-সবজি,বিভিন্ন ফসল ও ফুল গাছের চাষ অর্থাৎ চাষবাস এর সবরকম বিষয় নিয়ে আলোচনা ও পোস্ট করে থাকি। আমাদের এই পোষ্টটি ভালোলাগলে আমাদের ওয়েবসাইট (চাষবাস-বারোমাস)-টিকে Follow করতে পারেন।পারলে আপনারা LIKE ও SHARE করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধ্যন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....